|
---|
নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর : বুধবার, বাঁকুড়ার পাত্রসায়ের ব্লক থেকে প্রায় ১০০০ জন বি জে পি ও সি পি আই এম কর্মী তৃণমূলে যোগদান করলেন। এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের বেলিয়াতোড় কার্যালয়ে তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষাল। তিনি বলেন, লোকসভার আগে বি জে পি কিছু মানুষকে ভুল বুঝিয়ে দলে টেনেছিল।এখন সেই মানুষগুলোই তাদের ভুল বুঝতে পেরে পূনরায় তৃণমূলে ফিরে আসছে। মানুষ বি জে পির ভাওতাবাজি বুঝতে পেরেছে। তৃণমূলে যোগদান কারী ধীরেন লোহার বলেন,বি জে পি তে থেকে কোন উন্নয়নের কাজ করতে পারছিলাম না।তাছাড়া উপর তলার নেতা – নেত্রীরা আমাদের সঙ্গে কোন রকম যোগাযোগও রাখতো না।তাই মানুষের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূলে যোগ দিলাম। রাজীব বাবু ছাড়াও এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন, পাত্রসায়ের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়ারুল ইসলাম, তুষার কান্তি মুখার্জি,বিবেক গাঙ্গুলি,সেখ রিয়াজুল সহ বিশিষ্ট জন।