মেমারি ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তরের আশা কর্মীদের ডেপুটেশন

সেখ সামসুদ্দিন : ১৪ ডিসেম্বর মেমারি ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তরের আশা কর্মীদের ডেপুটেশন। প্রায় দুই শতাধিক আশা কর্মী একত্রিত হয়ে তারা ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন দিতে যান। তারা ৮ দফা দাবিতে ডেপুটেশন দেন। দাবিগুলো হলো- ১) যথা সময়ে আমাদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ২) স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। ৩) ২১ হাজার টাকা বেতন দিতে হবে। ৪) সরকারি ছুটি বাধ্যতামূলক করতে হবে। ৫) অযথা কাজের বোঝা চাপানো চলবে না। ৬) কাজের রিপোর্ট পাওয়ার পর সময় দিতে হবে। ৭) অসুস্থতার কারণে টাকা কাটা চলবে না এবং ৮) কাজের জায়গায় সাধারণ মানুষের সামনে আসা কর্মীদের হেনস্তা করা যাবে না। তারা জানান এই কোভিড কালে তারা যেভাবে পরিষেবা দিয়ে গেছেন বিনিময়ে তারা কোন পারিশ্রমিক তো দূর অস্ত উল্টে ঝাঁটা লাঠি দিয়ে তারা খাওয়া ছাড়া আর কিছু পায়নি। এমনকি বাড়ি ছাড়া করার হুমকিও দেওয়া হচ্ছে এ বিষয়ে তারা বারে বারে স্বাস্থ্য দপ্তরে জানিও কোন কাজ না হাওয়াই আজ আবার মেমারি ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে ডেপুটেশন দেন।