অপরাজেয়’-এর উদ্যোগে ষষ্ঠ রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা,শালবনী,পশ্চিম মেদিনীপুর :  রবিবার অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এবং শালবনী ব্লকের ধান্যশোল সুপারফার্স্ট ক্লাবের পরিচালনায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শালবনী ব্লকের ধান্যশোল গ্রামে।

    এদিনের শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন মেদিনীপুর শহরের স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মঙ্গলপ্রসাদ মল্লিক। ক্লাবের পতাকা উত্তোলন এবং চারাগাছ রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন ডাঃ মল্লিক।

    এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের জেলা সভাপতি অসীম ধর, অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সুশান্ত জানা,ক্লাবের সম্পাদক অজিত কুমার মাহাত, সভাপতি নিরঞ্জন মাঝি, কোষাধক্ষ্য সুকুমার মাহাত, সদস্য বাপী মাহাত, পশুপতি শীট, অপরাজেয়-এর সদস্য অশোক পাত্র মহাশয়,সমর বড়দোলাই, অতনু ঘোষ, প্রশান্ত মাজী, দীনেশ সরেন, সত্যজিৎ রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ মল্লিকের সহধর্মিণী এবং দুই কন্যা।শিবিরের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান অপরাজেয়-এর সভাপতি চিত্ততোষ পৈড়া এবং শুভানুধ্যায়ী সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া।

    এই শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ৫৪ জন রক্তদাতা রক্তদান করেন। সবুজায়নের বার্তা দিতে আয়োজকদের পক্ষ থেকে রক্তদাতাদের হাতে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।