|
---|
সেখ সামসুদ্দিন, ৮ অক্টোবরঃ ন্যাশনাল সাইন্স এক্সিলেন্স ২০২৩ পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলার ১১ টি ভেনুতে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মেমারি ১ ও ২ ব্লকের ৬টি ভেনু যথাক্রমে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়, রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়, দেবীপুর স্টেশন গার্লস স্কুল, বৈদ্যডাঙ্গা গার্লস স্কুল, মেমারি ২ ব্লকের বোহার গার্লস স্কুল, গান্টে ভোলানাথ বিদ্যালয়, জামালপুর ব্লকের জামালপুর হাই স্কুল, জৌগ্রাম হাই স্কুল, শুড়ে কালিতলা স্কুল। বর্ধমান শহরের বিদ্যার্থী গার্লস স্কুল ও তালিতের গৌড়েশ্বর হাই স্কুল। বিভিন্ন বিদ্যালয়ের ৭ জন শিক্ষক উদ্যোগ নিয়ে এই পরীক্ষা চালু করেছেন। ন্যাশনাল সাইন্স এক্সেলেন্স ২০২৩ পরীক্ষার কনভেনার রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক বিজয় ব্যানার্জী এবং মেমারি ১ ও ২ ব্লকের অবজারভার রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক কৌশিক মল্লিক। কৌশিকবাবু জানান এই পরীক্ষায় ব্লকের সেরা ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে এবং ভবিষ্যতে স্কলারশিপ বা পাঠ্য পুস্তকের ব্যবস্থা থাকবে।