মহরমের প্রাক্কালে রক্তদান শিবির

পারিজাত মোল্লা : মহরমে নিজেদের শরীর কেটে রক্ত ঝড়ানোর পরিবর্তে রক্তদান শিবিরের আয়োজন করা হল গুসকরার ইটাচাঁদায়। মহরমে নিজেদের শরীরের রক্ত মাটিতে ফেলে নষ্ট না করে, সেই রক্ত যাতে মরণাপন্ন মানুষের প্রাণ বাঁচাতে কাজে লাগে সেই ব্যবস্থায় করা হয়। এদিন মহিলা পুরুষ মিলিয়ে ৩৮ জন মানুষ রক্তদান করেন। আর এই শিবির আয়োজনে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পূর্ব বর্ধমান জেলার গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।মহরম কমিটির সভাপতি মুজিবর শেখ বলেন,-” আমরা জিঞ্জি মাতন,ব্লেড মাতন করে শরীর থেকে অনেক রক্ত নষ্ট করি।তাই আমরা এই বছর মহরম কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি।আমরা এই ভাবে রক্ত আর নষ্ট করবো না।আমাদের পাশাপাশি অন্যান্য কমিটির কাছেও আবেদন করছি আপনারা রক্ত নষ্ট না করে দান করুন।এতে শরীরের মঙ্গল সমাজের ও মঙ্গল”।