|
---|
রাজু আনসারী, সুতি : ফরাক্কা এনটিপিসির পাওয়ার প্ল্যান্টে আপার হেড ক্রেনের হুক ছিঁড়ে মৃত্যু হলো শাটডাউনের এক ঠিকা শ্রমিকের। মৃত ওই ঠিকা শ্রমিকের নাম আসাদুল শেখ (২৪)। তার বাড়ি বর্ধমান জেলায় বলেই জানা গিয়েছে। সূত্রে খবর বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি পাওয়ার প্লান্টের মধ্যে। ফরাক্কার এনটিপিসির পাওয়ার প্লান্টে টারবাইনে শাটডাউনের কাজ পাই একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থার হয়ে বর্ধমান থেকে শাটডাউনের ঠিকা শ্রমিকের কাজ করার জন্য এসেছিল মৃত ব্যক্তি আসাদুল সেখ। বৃহস্পতিবার দুপুর নাগাদ আপার হেড ক্রেনের একটি হুক হটাৎ ছিঁড়ে যায়। আর সেই হুক উপর থেকে সোজা এসে পরে শাটডাউনের ঠিকা শ্রমিকের উপর। ঘটনাস্থলে ঠিকা শ্রমিকর মৃত্যু হয় বলে জানাযায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে এনটিপির অধিকারীকরা। ঘটনাস্থলে পৌছায় ফারাক্কা থানার পুলিশ। আকস্মিক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া এনটিপিসি পাওয়ার প্লান্টে।