|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
আগামী ১৯ শে জানুয়ারী ব্রিগেড সমাবেশ সমর্থনে পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে তৃণমূল কংগ্রেস ও অ্যাক্টিভ 5 যৌথ উদ্যোগে মহা মিছিল অনুষ্ঠিত হলো বুধবার। এই মিছিল উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক, বর্ধমান ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী কাকলি তা ,বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেব নারায়ন গুহ ,অ্যাক্টিভ 5 পূর্ব বর্ধমান জেলা সভাপতি সুখেন্দু কোনার এবং কার্যকারী সভাপতি জগন্নাথ মুখোপাধ্যায়, পঞ্চায়েত সদস্য রামমোহন ভট্টাচার্য্য , পঞ্চায়েত সদস্য তপন পন্ডিত, মানস ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ।প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক মিছিলে যোগ দেন। রায়ান ১ নং অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে কয়েক হাজার মানুষ কলকাতার ব্রিগেডে সমাবেশ উপস্থিত থাকবে বলে জানা যায়। এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল দেখার মতো।