|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- সবুজ মনের সবুজ আশা,সবুজের জন্য ভালোবাসা এই মূলমন্ত্রকে সামনে রেখে ডায়মন্ড হারবার গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এদিন ডা:হা: গভঃ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার উৎপল দান বলেন প্রাকিতিক ভারসাম্য বাঁচিয়ে রাখতে মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে আরো সুন্দরভাবে সাজানো হবে।
ছাড়াও এই দিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, ডা:হা: মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডেপুটি সুপার সুপ্রিম সাহা,এম এস ভি পি ডাক্তার তন্ময় কান্তি পাঁজা সহ অন্যান্য অধিকারিকগণ। ডেপুটি সুপার সুপ্রিম সাহা বলেন প্রাকৃতিক ভারসাম্য বাঁচিয়ে রাখতে গেলে সারা পৃথিবী জুড়ে সকল মানুষকে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত করা সম্ভব I না হলে বিশ্ব উষ্ণায়ন আরো তীব্রতর হবে I