|
---|
নিজস্ব সংবাদদাতা : এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের পূর্বধনতলা এলাকায়। সূত্রের খবর মিলেছে ওই ব্যক্তির নাম অরুপ সাহা (৩০)। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তি পূর্বধনতলা এলাকায় ভাড়া থাকতেন । তাঁর বর্তমানে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।তবে পারিবারিক ঝামেলার কারণে সে কয়েকমাস থেকেই পরিবারের সাথে থাকতো না। উল্লেখ্য ওই পূর্বধনতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।তবে তিনি কেন এমন ঘটনা ঘটালেন সেই বিষয় বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।
আজ বাড়ির পাশে অবস্থিত বাউন্ডারি ওয়ালে থাকা রডের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। প্রসঙ্গত এরপরে ঘটনার খবর দেওয়া হয় ওই ব্যক্তির পরিবারের সদস্যদের, এবং খবর দেওয়া হয় পুলিশে। সূত্রে খবর মিলেছে মৃতদেহটিকে উদ্ধার করা হয়, ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।