ছাত্র সংগঠনগুলির ডাকা একদিনের বনধে শিলিগুড়িতে বিশেষ কোন সাড়া ফেলেনি আজকে

নিজস্ব সংবাদদাতা : ছাত্র সংগঠনগুলির ডাকা একদিনের বনধে শিলিগুড়িতে বিশেষ কোন সাড়া ফেলেনি আজকে।তবে আজ সকাল থেকেই শিলিগুড়ির প্রায় সব মুখ্য জায়গাতে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে।শিলিগুড়ির হিলকার্ড রোড এবং সেবক রোডে পুলিশের পাহাড়া দ্বিগুন করা হয়েছে। কোথায় যাতে কোন রকমের গন্ডগোল না হয় সেহেতু প্রতিটি মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ।শিলিগুড়ির প্রতিটি ইষ্কুলের সামনে কড়া নিরাপত্তা মোতায়েন করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এদিকে বনধ্কে রাজনৈতিক সমর্থন না করলেও কোন রাজনৈতিক দলই বনধ্ এর বিরুদ্ধে কোন মতামত প্রকাশ করে নি।শিলিগুড়িতে আজ ছাত্র সংগঠনের ডাকা ভারত বনধ্ কে কেন্দ্র করে ইষ্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল অনেকটাই কম। অভিভাবকেরা সব ঘটনা দেখে আর তাদের ছেলেমেয়েদের ইষ্কুলে পাঠাতে সাহস করেন নি।আজ শিলিগুড়ির রাস্তায় যানবাহন চলাচল ছিল অনেকটাই কম।এখনো কোন জায়গা থেকে বনধ্ নিয়ে কোন গন্ডোগোলের খবর না পাওয়া গেলেও দুদিন আগেকার ঘটনা মনে করে আজ সকাল থেকে শিলিগুড়ি ছিল একেবারেই শুনশান।