|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, চাঁচল: আসন্ন বিধানসভা নির্বাচনে মালদহের চাঁচল বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হিসেবে বর্তমান ১২ নং জেলা পরিষদের সদস্য সামিউল ইসলামকে চাইছেন চাঁচলের অধিকাংশ ঘাসফুল শিবিরের কর্মী ও সমর্থকেরা।
তবে রাজ্য নেত্রীর সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছেন চাঁচল ১ নং ব্লক তৃণমূল কমিটির সভাপতি সচীদানন্দ চক্রবর্তী।
শুক্রবার চাঁচলে তৃণমূলের দলীয় কার্য্যালয়ে একটি কর্মীসভার আয়োজন করা হয় সামিউল ইসলামের তরফে। সামিল হয়েছিলেন বিধানসভা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতি সদস্য আদিল হোসেন, সাহাজান আলী, চাঁচল ১ নং ব্লক এলাকার পঞ্চায়েত স্তরের অঞ্চল সভাপতি আফসার হোসেন, অলিহন্ডা অঞ্চলের উপপ্রধান বারেক আলী, গ্রাম পঞ্চায়েত সদস্য মোজাম্মেল হক সহ সামিল হয়েছিলেন বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েতের কর্মী ও সমর্থকেরা।
এদিনের কর্মী সভায় তৃণমূলের কর্মীরা অন্যান্য নেতৃত্বরা সকলেই দাবি তুলেন প্রার্থী হিসাবে সামিউল ইসলামের নাম। যদিও প্রস্তাবটি হেসে উড়িয়ে দেন তিনি। প্রার্থী নিয়ে রাজ্য নেত্রী সিদ্ধান্ত নিবে বলে সামিউল জানান।
কর্মীসভায় সামিউল বলেন, শূধু প্রার্থীর দাবী তুললে হবে না। করোনার অতি মহামারীতে সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে। এবং নিজ নিজ বুথ স্তরের দুস্থদের পাশে পৌঁছানোর বার্তাও দেন কর্মীদের তিনি, তবে তা স্বাস্থ্য বিধিকে মান্যতা দিয়ে। পরিশেষে বলা যায়, করোনা আবহে আর অপেক্ষা না করে নির্বাচনকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়তে চায় তৃণমূল। শুক্রবার চাঁচলে দলীয় কর্মীসভায় এমনই নির্দেশ শোনা গেল জেলা পরিষদ সদস্য সামিউলের মুখে।
নৌসাদ আলম সহ বেশ কয়েকজন কর্মী জানান, এলাকায় ঘুরে ঘুরে দুর্গতদের পাশে দাড়িয়েছেন তিনি, একদিকে করোনা প্রাকৃতিক বিপর্যয়েও তিনি ঘরে বসে থাকেননি। এছাড়াও জেলাপরিষদ এলাকায় একাধিক রাস্তা সংস্কার হয়েছে তারই উদ্যোগে। বিধায়ক হলে আরোও উন্নয়ন ঘটবে এলাকায় আশাবাদী ঘাসফুলের কর্মী ও সমর্থকেরা।