আবারো আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো

নতুন গতি ওয়েব ডেস্ক: মূল্যবৃদ্ধির এই বাজারে প্রতিদিন একটু একটু করে আকাশ ছোঁয়া হয়ে উঠছিল পেট্রল ও ডিজেলের দামও (Petrol Diesel Price। গত ১২ দিনের মধ্যে ৯ বার জ্বালানির দাম বৃদ্ধি করেছে তেল কোম্পানিগুলি। এই পরিস্থিতিতে ডিসেম্বর মাসের প্রথম দিনে সামান্য হলেও স্বস্তির খবর আম আদমির জন্য। মঙ্গলবার পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখল তেল কোম্পানিগুলি। ফলে এই নিয়ে পরপর দু’দিন জ্বালানির দাম অপরিবর্তিত রইল।

    যদিও উৎপাদন বেড়ে যাওয়ায় মঙ্গলবার বিশ্ব বাজারে তেলের দাম পিছলে গিয়েছে। এদিন সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, ব্রেন্টের বাজারে অপরিশোধিত তেলের দাম ২০ সেন্টস বা ০.৪০ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৪৭.৬৮ মার্কিন ডলার। সোমবার অপরিশোধিত তেলের ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তোলের দাম ব্যারেল পিছু ২৭ সেন্টস বা ০.৬ শতাংশ হ্রাস পেয়েছিল। ফলে প্রতি ব্যারেল তেলের দাম ৪৫.০৭ মার্কিন ডলার দাঁড়িয়েছিল। আগের দিন তেলের দাম হ্রাস পেয়েছিল ০.৪ শতাংশ।

    সরকারি নিয়ম অনুসারে, এখন প্রতিদিন জ্বালানির দাম রিভিশন করে তেল কোম্পানিগুলি। আন্তর্জাতিক বাজারের দামের ওঠা-নামার সঙ্গে সঙ্গতি রেখে ঘরোয়া বাজারে মূল্য স্থির হয়। প্রতিদিন সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়। এর আগে টানা ৪৮ দিন অপরিবর্তিত রাখার পরে গত ২০ নভেম্বর থেকে ফের পেট্রল ও ডিজেলের দর পরিবর্তন হয়েছে।