|
---|
খান আরশাদ, চন্দ্রপুর : বীরভূমের চন্দ্রপুর থানার পাথরচাপুড়ি গ্রামের কাছে পারুলিয়া মোড়ের কাছে একটি গ্যারেজের পিছন দিকে জঙ্গলের পাশে শুক্রবার একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা যায়। পচাগলা ওই মৃতদেহটি শুক্রবার স্থানীয়দের নজরে আসে। খবর দেওয়া হয় চন্দ্রপুর থানায়। দুপুর নাগাদ চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহটি উদ্ধার করে। পচাগলা ওই মৃতদেহটি দেখে স্থানীয়দের অনুুুমান, কয়েকদিন আগে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি খুনের কি না তা খতিয়ে দেখছে চন্দ্রপুর থানার পুলিশ।