|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: ২৩ শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হলো পূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত রোণ্ডাগ্ৰাম। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত রোণ্ডাগ্ৰাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুক্তিধারা প্রকল্পের শুভ উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক তথা কাটোয়ার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রোণ্ডাগ্ৰামে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের উপর একটি পদযাত্রা বের হয়। কাটোয়ার বিধায়ক তথা কাটোয়ার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের উপ অধিকর্তা ডাঃ অনিমেষ সিকদার , কাটোয়া ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শমীক পাণিগ্রাহী,কাটোয়া ২নং ব্লকের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু প্রধান, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য মন্ডল আজিজুল,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, পলসোনা পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ প্রমুখ। সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার অগনিত সাধারণ মানুষ। এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।