|
---|
জামার ভিতরে পকেট তৈরি করে মোবাইল পাচার
নতুন গতি, মালদা : অভিনব কায়দায় জামার ভিতরে পকেট জ্যাকেট তৈরি করে মোবাইল পাচার করছিল এক পাচারকারী। কিন্তু পুলিশি অভিযানে শেষ রক্ষা হলো না। বিভিন্ন ধরনের নামিদামি কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইল সেট পাচার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ। সোমবার গভীর রাতে বৃষ্টির মধ্যেই গোপন সূত্রে অভিযান চালিয়ে গোলাপগঞ্জের চরিঅনন্তপুর এলাকা থেকেই ওই পাচারকারীকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ । উদ্ধার হয়েছে ১৬ টি নামিদামি কোম্পানির এন্ড্রয়েড মোবাইল সেট। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আব্দুল জব্বার। তার বাড়ি চরিঅনন্তপুর এলাকায়।