|
---|
মুর্শিদাবাদের খরগ্রাম থানার নগর এলাকার লরি ও ট্রাক্টরের সংঘর্ষ।
নতুন গতি,এস ইসলাম , মুর্শিদাবাদ: আজ ভোর তিন টার সময় একটি সিমেন্ট বোঝাই দশ চাকা লরি সঙ্গে একটি ইট বোঝাই ট্রাক্টর সঙ্গে সংঘর্ষ নগর স্টেট ব্যাংকের সামনে লরির চালক গুরুতর আহত পুলিশ এসে লরির চালককে স্থানীয় হসপিটালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় সেমেন্ট এর লরি টি
কুলি হয়ে পাঁচগ্রাম এর দিকে যাচ্ছিল।