পুত্রের জন্মদিনে মা ও বন্ধুদের রক্তদান

রহমতুল্লাহ,সাগরদিঘী : বৃহস্পতিবার সাগরদিঘী হাসপাতালে একটি রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করে, সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। উল্লেখ্য এই স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য কৌশিক দাস এর জন্মদিন উপলক্ষে এদিনের রক্ত দান শিবির। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান জন্মদিনে রক্তদান শিবির এটা প্রথম নয়, ট্রাস্টের কমবেশি প্রত্যেক সদস্য-সদস্যার জন্মদিনে এরকম অভিনব উদ্যোগ হাতে নিয়ে থাকি আমরা। এদিনের শিবিরে প্রায় ২৫ জন রক্তদাতা রক্তদান করেন। তাদের প্রত্যেকের হাতেই একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। এই শিবিরে বার্থডেবয় কৌশিক দাস ও তার মা স্মৃতিমা রবিদাস একইসাথে রক্তদান করেন। রক্তদানের পর কৌশিক বলেন ” তিনি কর্মসূত্রে হাসপাতালেই কমবেশি থাকেন এবং বহুবার বিভিন্ন রোগীর রক্তের প্রয়োজনে রক্তের যোগানও দিয়েছেন, রক্তের সংকট হলে সাধারণ মানুষকে কতটা অসহায় হয়ে কষ্ট পেতে হয় সেটি তিনি খুব কাছে থেকে অনুভব করেছেন, তাই তিনি তার জন্মদিনে রক্ত দান করে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ালেন।