উড়ালপুলের দাবীতে বিক্ষোভ, সড়কে আটকে গেল কেন্দ্রীয় প্রতিনিধিদল

আজিজুর রহমান,গলসি : গলসির গলিগ্রামে অবরুদ্ধ জাতীয় সড়ক, দাউদাউ করে জাতীয় সড়কের উপরে জ্বলছে টায়ার। দাবী পুরন না হওয়ায় ক্ষিপ্ত জনতা গন অবস্থান বিক্ষোভ সামিল হয়ে অবরুদ্ধ করল জাতীয় সড়ক। এদিকে আন্দোলনের জেরে বুদবুদ আসার মুখে গলিগ্রামে আটকে যায় আবাস যোজনায় তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল। জানতে পারা গেছে, এদিন বেলা সাড়ে দশটা নাগাদ তারা ২ জাতীয় সড়কের গলিগ্রাম গুসকরা মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এলাকার সাধারণ মানু‌ষের সাথে এদিনের আন্দোলনে অংশ নেন স্থানীয় কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী ও মহিলারা। ঘটনার জেরে সড়কে আটকে পরে হাজার হাজার যানবহন। এলাকার বাসিন্দা সমরেশ ঠাকুর, অসীম চক্রবর্তী, সঞ্জীব চ্যাটার্জ্জী সহ অনেকর দাবী, জাতীয় সড়কের গলিগ্রাম গুসকরা মোড় এলাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে প্রতিদিন চার পাঁচশো ছেলে মেয়ে রাস্তা পেরিয়ে স্কুল কলেজে পড়াশোনা করতে যায়। পুর্বে ওই জায়গায় রাস্তা পারাপার করতে গিয়ে বহু মানুষ গাড়ির ধাক্কায় মারা গেছেন। তারা সরকারি বিভিন্ন দপ্তের বহু বার জানিয়েছেন। অনেকেই প্রতিশ্রুতি দিলেও কোন কাজ হয়নি। দাবীতে অনড় থেকে কয়েকবার সড়ক অবরোধও করেছেন। তখন প্রশাসনের মৌখিক অনুরোধে তারা অবরোধ তুলে নেন। তবে প্রতিশ্রুতি এলেও কাজের কাজ কিছু হয়নি বলে দাবী তাদের। এলাকাবাসী বাসুদেব দে বলেন, বুধবার আচমকা তারা জানতে পারেন গলিগ্রাম গুসকরা মোড়ে উড়ালপুল হচ্ছে না। ফলে ওইদিন তারা জাতীয় সড়ক সম্প্রাসারণের কাজ বন্ধ করে দিয়ে কতৃপক্ষের হুসিয়ারী দেন। কাজ বন্ধ হওয়ায় ঘটনাস্থলে আসেন জাতীয় সড়ক কতৃপক্ষের আধিকারিররা। দিনভোর পেরিয়ে গেলেও কোন সুরাহা না মেলায় বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ এলাকার স্কুল পড়ুয়া ও মহিলাদের নিয়ে রাস্তার উপরে বসে পরেন। এলাকাবাসীদের দাবী উড়ালপুল না হলে তারা কিছুতেই অবরোধ তুলবেন না। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে আধঘণ্টার পর অবরোধ উঠে যায়।