ইমাম ভাতা বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে বিশেষ বৈঠক

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- ইমাম ভাতা বাড়ানোর ব্যাপারে কথা হয় এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এবং ইমাম মোয়াজজেন দের ভাতা পেতে হয়রানি সহ ওয়াকফ বোর্ডের নিযুক্ত দঃ২৪ পরগনা জেলা ইমাম জিয়াউল হকের নামে একাধিক দুর্নীতির অভিযোগের বিষয় ও জেলা ইমাম জিয়াউল হক কে বাদ দেওয়ার বিষয় আলোচনা হয়।চেয়ারম্যান আব্দুল গনি সাহেব বলেন আমরা আগামী মিটিংয়ে সমস্ত ওয়াকফ বোর্ডের কমিটি বোসে সিদ্ধান্ত করে জানানো হবে বলে আশ্বাস দেন এবং লাইফ সার্টিফিকেট অর্থাত জীবিত শংসাপত্র বিষয় ও আলোচনা হয়, বিডিও অফিসে ১মাসের মধ্যে জমা করার কথা বলেন। উপস্থিত ছিলেন কাকদ্বীপ ব্লকের মাইনোরিটি সেলের সভাপতি ও ইমাম প্রতিনিধি হাফেজ মাওলানা মোনোয়ার হোসেন সাহেব। মথুরাপুর টু ব্লকের মাইনরিটি সেলের সেক্রেটারি হাফেজ আইউব সাহেব, বিষ্ণুপুর ১ ব্লকের মাওলানা সফিক সাহেব, কেনিং২ ব্লকের মাওলানা খলিলুর রহমান সাহেব, ডায়মন্ড হারবার ১ব্লকের মাও. সাজ্জাদ হোসেন প্রমুখ।