শহর এক চক্রের শিশু ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন নরসিংকুপ্পা প্রাথমিক বিদ্যালয়।

 
মালদা: ৩৭তম বার্ষিক শিশু ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন নরসিংকুপ্পা প্রাথমিক বিদ্যালয়। রানার্স সুভাষপল্লী প্রাথমিক বিদ্যালয়। ইংরেজবাজার শহর-‌১ চক্রের উদ্যোগে শনিবার শিশু ক্রীড়া উৎসবের আসর বসে শহরের বৃন্দাবনি মাঠে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা বিদ্যালয় পরিদর্শক (‌প্রাথমিক)‌ সুনিতি সাঁপুই। ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান আশিস কুন্ডু-‌সহ বিভিন্ন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকরা। মার্চপাস্টের মাধ্যমে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ প্রদান করা হয়। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জানা গেছে, সংশ্লিষ্ট চক্রের মোট ৪১টি প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেয়। মোট প্রতিযোগী ২৫০। বালক ও বালিকা মিলে মোট ২৮টি ইভেন্ট। চক্রের প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টের প্রথম ও দ্বিতীয় শহর এক চক্রের শিশু ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন নরসিংকুপ্পা প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হলেন
সুভাষপল্লী প্রাথমিকবিদ্যালয়।
====================
৩৭তম বার্ষিক শিশু ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন নরসিংকুপ্পা প্রাথমিক বিদ্যালয়। রানার্স সুভাষপল্লী প্রাথমিক বিদ্যালয়। ইংরেজবাজার শহর-‌১ চক্রের উদ্যোগে শনিবার শিশু ক্রীড়া উৎসবের আসর বসে শহরের বৃন্দাবনি মাঠে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা বিদ্যালয় পরিদর্শক(‌প্রাথমিক)‌ সুনিতি সাঁপুই। ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান আশিস কুন্ডু-‌সহ বিভিন্ন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকরা। মার্চপাস্টের মাধ্যমে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ প্রদান করা হয়। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জানা গেছে, সংশ্লিষ্ট চক্রের মোট ৪১টি প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেয়। মোট প্রতিযোগী ২৫০। বালক ও বালিকা মিলে মোট ২৮টি ইভেন্ট। চক্রের প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টের প্রথম ও দ্বিতীয় প্রতিযোগী জোনের খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। আগামী ৬ ডিসেম্বর জোনের খেলা এবং ১১ ও ১২ ডিসেম্বর জেলার খেলা। ক্রীড়া কমিটির অন্যতম সদস্য অধীর সরকার জানান,‘‌প্রতিযোগীরা খেলায় অংশ নিয়েছে, এটাই বিশাল ব্যাপার। তাই আমরা প্রত্যেককে মেডেল দেওয়ার ব্যবস্থা করেছি। জোনের প্রতিযোগীদের আমরা ট্র‌্যাকস্যুট-‌সহ জুতো, মোজা দেওয়ার ব্যবস্থা করবো।’‌ চ্যাম্পিয়ন নরসিংকুপ্পা পেয়েছে ৮৯ পয়েন্ট এবং রানার্স সুভাষপল্লীর প্রাপ্ত পয়েন্ট ৫৮।প্রতিযোগী জোনের খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। আগামী ৬ ডিসেম্বর জোনের খেলা এবং ১১ ও ১২ ডিসেম্বর জেলার খেলা। ক্রীড়া কমিটির অন্যতম সদস্য অধীর সরকার জানান,‘‌প্রতিযোগীরা খেলায় অংশ নিয়েছে, এটাই বিশাল ব্যাপার। তাই আমরা প্রত্যেককে মেডেল দেওয়ার ব্যবস্থা করেছি। জোনের প্রতিযোগীদের আমরা ট্র‌্যাকস্যুট-‌সহ জুতো, মোজা দেওয়ার ব্যবস্থা করবো।’‌ চ্যাম্পিয়ন নরসিংকুপ্পা পেয়েছে ৮৯ পয়েন্ট এবং রানার্স সুভাষপল্লীর প্রাপ্ত পয়েন্ট ৫৮।