উন্নয়নের ঘায়ে রাস্তা বেহাল চাঁচলের পৌহরিয়া-গালিমপুর, মাথা ফাটলো যাত্রীর

উজির আলী, নতুন গতি, চাঁচল: ২৩ নভেম্বর  চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর জিপির পৌহরিয়া হইতে গালিমপুর গামী পাঁচ কিলোমিটার রাস্তার এমনই বেহাল দশা, তার জেরে দুর্ঘটনার কবলে পড়ছে নিত্য পথ যাত্রীরা বলে দাবী একাংশের।
বেহাল দুর্দশার ফলে শনিবার সকালে এক অটো যাত্রীর মাথা ফেটে যায় বলে খবর। জানা যায়, প্রত্যকদিনের মতো বলরামপুর থেকে চাঁচলে অটো বা ভুডভুডি যাত্রা করেন রাজ কুমার মন্ডল(৫৫)। তিনি জানান, রাস্তা এবড়ো খেবড়োর জন্য অটো জার্কিং করে প্রচণ্ড। এদিন অটোতে যাত্রাকালীন যন্ত্রাংশ মাথায় ঘেষা লাগলে গুরুতর আহত হয় রাজকুমার মন্ডল। রক্ত গড়িয়ে যায় ভীমপুরে। তবে ফাঁকা রাস্তায় চিকিৎসা কেন্দ্র নেয়। গন্তব্য চাঁচল এসে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া ওই ব্যক্তিকে। এই দুর্ঘটনাতে রাজকুমার বাবু প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেন। রাস্তা ঠিক থাকলে হইতো এনমটা হতো না।


এ প্রসঙ্গে ১২ নং জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম জানান, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তার জন্য সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওয়ার্ক অর্ডার হলেই কাজ শুরু হবে। দ্রুত যাতে কাজ শুরু হয় তা দেখছি।