|
---|
সেক আতিউল্লা (সম্রাট), চন্ডীপুর , পূর্ব মেদিনীপুর : লাটাগুড়ি বিবেকানন্দ যুব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে মহা পঞ্চমী ও মহা অষ্টমী দু’দিনব্যাপী বস্ত বিতরণ করা হলো লাটাগুড়িতে। পূর্ব লাটাগুড়ি, পশ্চিম লাটাগুড়ি, নেওড়া বাগান বস্তি, উত্তর ঝাড় মাটিয়ালি বস্তি এই চারটি বস্তি এলাকায় দুস্থ শিশু ও দুস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের শারদীয়ার পূজার নতুন বস্ত্র বিতরণ করা হলো। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলের পরিচিত সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক মহাশয়, উপস্থিত ছিলেন লাটাগুড়ি জনকল্যান সমিতির সেক্রেটারি শ্রী সুবোধ মজুমদার মহাশয়, উপস্থিত ছিলেন বিবেকানন্দ যুব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সকল সদস্যগণ। সকলের সহযোগিতায় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সাফল্যমন্ডিত ভাবে সু সম্পন্ন হয়েছে। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে তারা অসংখ্য ধন্যবাদ জানান।