|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় বাগড়াঙা মোড়ে এক মর্মান্তিক বাইক অ্যাক্সিডেন্ট সন্ধ্যা আটটায়। আহত ২, তাদেরকে স্থানীয় মানুষ উদ্ধার করে ডোমকল মহাকুমা হসপিটাল এ নিয়ে আসেন । সেখানে একজনের অবস্থায় অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর একজন ডোমকল মহাকুমা হসপিটালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায় যে দুটি মোটরসাইকেল দুই দিক থেকে আসছিল এমনতো অবস্থায় সামনাসামনি ধাক্কা মারে তাদের গাড়ির স্পিড বেশি থাকার কারণেই এমন দুর্ঘটনা বলে জানান।
গুরুতর আহত ব্যক্তির নাম বুদ্ধদেব মন্ডল ১৭, বাড়ি ওমবোর পুর, ডোমকল থানা।
আর ডোমকল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম মাসাদুল, ৪৫, পিতা আজিজুল, বাড়ি জুরানপুর ডোমকল থানা। তবে এখনো পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি।