|
---|
রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুরচি গ্ৰামে ভট্টাচার্য বাড়ির দুর্গা মন্দিরে দুর্গাপুজো চলছে। বর্তমানকালে শ্যামাপ্রসাদ ভট্টাচার্য বাড়ির দুর্গা মন্দিরে দুর্গাপুজো করেছেন। ভট্টাচার্য বাড়ির দুর্গা মন্দিরে দুর্গাপুজো হল ২০৬ বছরের পুরোনো। ৪ পুরুষ মিলে পুজো করে আসছে। পুরোনো রীতি মেনে পুজো করা হয়। মহা অষ্টমীতে ছাগ বলিদান প্রথা চালু রয়েছে। ভট্টাচার্য বাড়ির সদস্যরা দুর্গাপুজো উপলক্ষে অনন্দ উৎসবে মেতে ওঠেন। ভট্টাচার্য বাড়ির দুর্গা মন্দিরে দুর্গাপুজো দেখতে ভীড় করেন।