|
---|
নিজস্ব সংবাদদাতা:ঐতিহ্যবাহী রাজ আমলের মদনমোহন মন্দির থেকে রথে করে মাসির বাড়ি গেলেন মদনমোহন । আজ বিকেল ৪ টা ৫৫ মিনিট নাগাদ মদনমোহন মন্দিরের সামনে থেকে রথযাত্রার সূচনা হয় । কোচবিহারের জেলাশাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ড এর সভাপতি পবন কাদিয়ান রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন । রথযাত্রা উপলক্ষে মদনমোহন মন্দিরের সামনে উপচে পরে ভক্তদের ভিড় ।
মদনমোহন মন্দির থেকে গুঞ্জবাড়ির ডাঙ্গরাই মন্দিরে মাসির বাড়ি যান কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহন । আগামী সাতদিন গুঞ্জবাড়ির ডাঙ্গরাই মন্দিরে মাসির বাড়িতে থাকার পর পুনরায় মদনমোহন মন্দিরে ফিরে আসবেন রাজ পরিবারের কুল দেবতা মদনমোহন । আর এই সাত দিনব্যাপী নানান ধরনের অনুষ্ঠান হয় এখানে।আর এটাই একটা আলাদা বৈচিত্র্য বহন করে এখানকার মন্দিরের জন্য।