সুজন বন্ধুর উদ্যোগে চৈতি গাজনের সাংস্কৃতিক সন্ধ্যা, উদ্বোধক বিধায়ক জুন মালিয়া

    সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: মেদিনীপুর জেলার অন্যতম বাংলা ব্যান্ড “সুজন বন্ধু” গত বছরের মতো এ বছরও “চৈতি গাজন” সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করলেন মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় সভা গৃহে। সুজন বন্ধু লোকগীতি, পল্লী গীতি ও বাউল গানের বাংলা ব্যান্ড হলেও তারা এবছর শহরের সমস্ত আঙ্গিকের শিল্পী দের নিয়ে আজকের চৈতি গাজন অনুষ্ঠান করলেন। সুজন বন্ধুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, সংগীত গুরু জয়ন্ত সাহা, লক্ষ্মণ চন্দ্র ওঝা ও অন্যান্য সুধীজনেরা।মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া সুজন বন্ধুর সকল সদস্যকে ধন্যবাদ ও মেদিনীপুরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি সুজন বন্ধু ব্যান্ডকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুরোধ জানান যাতে তিনি নিজে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।সুজন বন্ধুর পক্ষ থেকে চৈতিগাজনে বিশেষ সম্মাননা প্রদান করা হয় আঞ্চলিক কবি,সাহিত‍্যিক ও ঝুমুর গানের গীতিকার দেবব্রত মাহাত,পাতা নাচের শিল্পী প্রদীপ মাহাত এবং স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটিকে।সুজন বন্ধুর পক্ষে দীপঙ্কর শিট তাদের এটা দ্বিতীয় বর্ষের প্রোগ্রাম বলে জানিয়েছেন। সমগ্র অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার হয় সময় বাংলায়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী মোম চক্রবর্তী, ও অর্ণব বেরা।