পি.ডব্লু.ডি ফোরাম অফ আশা ভবন সেন্টার এর আজ দূর্গাপূজার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 

    নতুন গতি ওয়েব ডেস্ক: পি.ডব্লু.ডি ফোরাম অফ আশা ভবন সেন্টার এর আজ দূর্গাপূজার শুভ উদ্বোধন হলো।নবান্ন সভাঘর ভার্চুয়াল পদ্ধতিতে শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এছাড়াও আশা ভবন সেন্টারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী নির্মল মাজি,উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি,হাওড়া জেলা পরিষদ এর সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য,উলুবেড়িয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ ইলিয়াস, হাওড়া জেলা শাসক মুক্তা আর্য্য,হাওড়া গ্রামীন এর পুলিশ সুপার সৌম্য সরকার,উলুবেড়িয়া ২নং ব্লক আধিকারিক নিশীথ কুমার মাহাতো,উলুবেড়িয়া থানার আই.সি কৌশিক কুন্ডু,রাজাপুর থানার ওসি অজয় সিং।

     

    স্থানীয় কাউন্সিলার নির্মল জানা সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। মূলত এই আশা ভবন সেন্টার এর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এখানে আবাসিক হিসেবে থাকে তাদের উদ্যোগেই আশা ভবন সেন্টারে দূর্গাপূজা হয়। বর্তমানে গোটা বিশ্ব আজকে করোনা ভাইরাসে বহু মানুষ আক্রান্ত হয়েছেন তাই জন্যে এই বছরের আশা ভবন সেন্টারে এর দুর্গাপূজার থিম ‘করোনা মহামারী সচেতনতা’ ।এই দিন আশা ভবন সেন্টার এর হোমের বাচ্চারা নৃত্য পরিবেশন করেন।সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গোল দাগ করা হয়।এই দিন আশা ভবন সেন্টার এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশা ভবন সেন্টার এর প্রতিষ্ঠাতা সুকেশী বারুই,আশা ভবন সেন্টার এর ডিরেক্টর জন মেরি বারুই,হোম সুপার অরুনিমা জাসু,পূজা কমিটির সম্পাদিকা পুতুল মাইতি সহ আশা ভবন সেন্টার এর সমস্ত কর্মচারীবৃন্দ।এই বছর আশা ভবন সেন্টার এর দূর্গাপূজা ৮ম বর্ষে পদার্পণ করলো বলে জানান ডিরেক্টর জন মেরি বারুই মহাশয়।