পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের দেরিয়াপুর গ্ৰামে পথশ্রী অভিযান প্রকল্পের রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন

রাহুল রায়,নতুন গতি,,পূর্ব বর্ধমানঃ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের দেরিয়াপুর গ্ৰামে পথশ্রী অভিযান প্রকল্পের একটি রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ।

     

    এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া ঘোষ,উপ-প্রধান সাগর সাহা সহ প্রমুখ। এদিন পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে একটি অনুষ্ঠানের মাধ্যমে দেরিয়াপুর দুর্গামন্দির থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের জন্য উদ্বোধন করা হয়।