|
---|
ঐতিহাসিক গড়দিঘীর পাড়ে পরিবেশ বিষয়ক আলোচনা ও পরিবেশ বান্ধব বনভোজনের আয়োজন করলো জিও-গাইডেন্স
নতুন গতি, দক্ষিন দিনাজপুর: রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক গড়দিঘীর পাড়ে খোলা আকাশের নিচে পরিবেশ বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ‘জিও-গাইডেন্স’। আলোচনায় থার্মোকল ও প্লাটিকের ব্যবহার কিভাবে মানুষ ও পরিবেশকে ক্ষতিগ্রস্থ করে এবং এর বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপের কথা বলা হয়। পিকনিক সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেভাবে ডিজে নামক শব্দ দানবের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তার বিরুদ্ধে প্রচারাভিযান চালানোর কথা বলা হয়।
গড়দিঘীর পাশেই রয়েছে মহাভারতে উল্লিখিত প্রাচীন ‘শমী বৃক্ষ’।কথিত আছে পাণ্ডবরা নাকি এই শমী বৃক্ষের কোটরেই অস্ত্র লুকিয়ে রেখেছিলেন। সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীন ঐতিহ্যবাহী গাছটি প্রায় রুগ্ন।গাছটিকে বাঁচিয়ে রাখতে পরিবেশবিদের পরামর্শ নেওয়া ও প্রশাসনকে উদ্যোগ গ্রহণে আবেদন জানানোর কথা আলোচিত হয়।
জহিরুদ্দিন আহমেদ, দেব শর্মা, অর্পন বসাক, শামীম আক্তার প্রমুখরা আলোচনায় অংশগ্রহণ করেন। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও স্বনামধন্য কন্ঠশিল্পী অরবিন্দ রানা। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্য নিয়ে আলোচনা এবং গান পরিবেশন করেন। সংগঠনের সম্পাদক জহিরুদ্দিন আহমেদ জানান জিও-গাইডেন্স হলো মূলত ভূগোল পড়ুয়া ছাত্র/ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন ধরে পরিবেশ সচেতনতা ও বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে কাজ করে চলেছে।