|
---|
সেখ আজফার হোসেন, বিষ্ণুপুর : বর্তমানে দেশের আর্থিক মন্দা থেকে নজর ঘোরাতেই কেন্দ্রীয় সরকার সি এ এ মতো সাম্প্রদায়িক আইন নিয়ে এসেছে। সেই সঙ্গে দেশজুড়ে শুরু করতে চাইছে এন আর সি । সোমবার বাঁকুড়ার কুশদ্বীপ অঞ্চল তৃণমূল কংগ্রেস মহিলা সেল আয়োজিত এক প্রতিবাদ সভায় যোগ দিতে এসে এভাবেই কেন্দ্রের বি জে পি সরকারের তীব্র সমালোচনা করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী অধ্যাপক শ্যামল সাঁতরা। এদিন হিনজুড়ি থেকে পান্ডুয়া বাজার পর্যন্ত একটি মিছিল করা হয়। মিছিলে প্রায় ৫ হাজার মহিলা পা মেলান। মিছিল শেষে পাণ্ডুয়া সবজি বাজারে একটি সভার আয়োজন করা হয়। এদিনের উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস মহিলা সেলের সভাপতি সঙ্গীতা মালি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন, জয় হিন্দ বাহিনীর সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, খাদ্য কর্মাধ্যক্ষ শাহজাহান মিদ্যা, কৃষি কর্মাধ্যক্ষ নবকুমার পাল,পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত দত্ত সহ বিশিষ্ট জন।