|
---|
অতনু ঘোষ,মেমারি: পথের পাশে গাছের তলায় অসহায় ভাবে গত কয়েকদিন ধরে পড়ে আছে এক বৃদ্ধা। রাস্তা দিয়ে অনেক মানুষ চলে যাচ্ছে। কেউ লক্ষ্য করছে আবার কেউ দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কেউই বৃদ্ধার দিকে এগিয়ে আসেনি। অবশেষে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন ও প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশন এর সদস্যরা এগিয়ে সে বৃদ্ধাকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে।
স্বপ্ন ফাউন্ডেশন এর সদস্য সৈকতের কাছ থেকে জানা যায় ঐ বৃদ্ধা গত তিনদিন ধরে মেমারি শহরের নিউ মার্কেট এলাকায় রাস্তার পাশে পড়েছিলেন। কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। তাদের কাছে এই খবর আসামাত্র তারা বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বৃদ্ধাটি তার নাম ঠিকানা বলতে পারছেনা এবং তার কাছে কোনো সঠিক পরিচয় পত্র না থাকার কারণে তার বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বৃদ্ধাটির যাবতীয় চিকিৎসার খরচ স্বপ্ন ফাউন্ডেশন ও প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশন বহন করবে বলে জানানো হয় দুই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।
যদি কোন সহৃদয় ব্যক্তি এই বৃদ্ধা টির সঠিক পরিচয় ও ঠিকানা জেনে থাকেন তাহলে স্বপ্ন ফাউন্ডেশন ও প্রয়াস এডুকেয়ার এর সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বার – 9064529327, 9647186621, আশা রাখি স্বপ্ন ফাউন্ডেশন ও প্রয়াস এডুকেয়ার এর মানবিক প্রচেষ্টায় বৃদ্ধাটি তার হারিয়ে যাওয়া মানুষদের ফিরে পাবেন খুব তাড়াতাড়ি ।