মানবিক অবস্থান দেখা গেলো AIMA সংগঠনের,70 হাজার টাকা দিয়ে পাশে দাঁড়ালো কিডনি চিকিৎসায় রোগীর।

নতুন গতি নিউজডেস্ক: মানবিক অবস্থান দেখা গেলো AIMA সংগঠনের,70 হাজার টাকা দিয়ে পাশে দাঁড়ালো কিডনি চিকিৎসায় রোগীর।

    করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু মিছিল চলছে। কারো খাবার জুটছে আবার খাবার জুটছে না দিশে হারা সরকার থেকে বিভিন্ন মানুষ। তারই মাঝে বিশাল অঙ্কের অর্থ সাহায্য করলো আইমা সংগঠন। এ যেন এক নতুন জীবন দান।

    পাঁশকুড়া থানার গোগ্রাসে দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়া ব্যাক্তির চিকিৎসার উদ্দেশ্য 70000 টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হল।
    এই লম্বা লক ডাউনে আইমার পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সামর্থ অনুযায়ী ত্রাণ পাঠানোর পরও আইমার পক্ষ  থেমে নেই।এক এক দিন এক এক ইতিহাস গড়ে তুলছেন।