|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: কাফিল খানের মুক্তির বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দারস্থ হল যোগী সরকার। উত্তরপ্রদেশের সমাজকর্মী তথা শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর কাফিল খান বিগত সেপ্টেম্বরে জেল থেকে ছাড়া পান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সিএএ-এনআরসি বিরোধী সভায় হিংসা ছড়ানোর। অবশ্য সেই অভিযোগ খারিজ করে আদালত কাফিল খানকে জেল থেকে ছাড়ার আদেশ দেন। স্বভাবতই এলহাবাদ হাইকোর্টের উক্ত রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দিল উত্তরপ্রদেশ সরকার। অবশ্য রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সমাজকর্মী সকলেই মনে করছেন সাধারণ মানুষ কিংবা সমাজকর্মীদের বিভিন্ন অজুহাতে বারংবার বন্দি করার জন্য বিজেপী সরকার এহেন ফন্দি আঁটতে ব্যাস্ত।