|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: এবার গ্রেফতার হলেন রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানি। টেলিভিশন রেটিং মামলায় মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।হানসা রিসার্চ এর পক্ষে নিতিন দেওকরের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অক্টোবর মাসের ৬ তারিখ এফআইআর দায়ের করেন। এই টিভি রেটিং স্ক্যাম মামলায় ইতিমধ্যেই ১৪০ জন সাক্ষি পুলিশের হাতে রয়েছেন বলে খবর। উল্লেখ্য যে এই নিয়ে টিভি রেটিং মামলায় ১৩ জন কে গ্রেফতার করা হয়েছে।