কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের চড় রাজ্য ট্রাফিক কনস্টেবলকে, গ্রেপ্তার জওয়ান

নতুন গতি, মেদিনীপুর : ট্রাফিক সামলানোর সময় কর্তব্যরত এনভিএফ কর্মীকে চড় মারার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায়। চড় মারার ২৮ সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়েছে।

     

    ভিডিওতে দেখা যাচ্ছে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের কনস্টেবলকে এক যুবক নিজের মোবাইল থেকে কিছু দেখানোর চেষ্টা করছে। কিন্তু যুবকটি মোবাইল ঘাঁটার মধ্যেই ওই কর্তব্যরত ট্রাফিক পুলিশ যুবকের বাইকের চাবি টা খুলে নেই। ক্রুদ্ধ যুবক তখন নিজের পিছনের পকেট থেকে মানিপার্সটা বার করে নিজের আইডেন্টিটি কার্ড দেখানোর চেষ্টা করে এবং বলে সে কে তার খোঁজ জন্য জেলার পুলিশ সুপারের কাজ থেকে জেনে নেয়। ওই ট্রাফিক পুলিশ বলে তার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই এবং ওই যুবকের আইডেন্টি কার্ড দেখতেও রাজি হয়নি। এরপর ওই যুবক রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করে তুই কি তোর পাওয়ার দেখাচ্ছিস? এরপর ওই যুবক কনস্টেবল কে টেনে নিজের পরিচয় পত্র দেখাতে চাই। তার পরেও কনস্টেবল পরিচয় পত্র দেখতে না চাইলে রাগান্বিত যুবক কনস্টেবলকে চড় কষায়।

    স্থানীয় সকাল সাড়ে ৯টা নাগাদ মেদিনীপুর শহরের কুইকোটা কালী মন্দিরের কাছে ডিউটি করছিলেন ট্রাফিক কনস্টেবল দীপক মাহাতো ও এনভিএফ কর্মী দেবজিৎ সিংহ। বিডিও  অফিস দিকে আসার সময় যানজট থাকার সময় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলের সঙ্গে বচসায় জড়ান সিআইএসএফ জওয়ান জয়  সিংহ। তারপরে চাবি নিয়ে ঝগড়ার সূত্রপাত। অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।