|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
যুগনায়ক স্বামী বিবেকানন্দের পূর্ব পুরুষের ভিটায় দ্ত্ত দ্বারিয়াটন স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে স্বামীজির ১৫৭তম জন্মতিথি উদযাপন অনুষ্ঠিত হলো। বেলুন ওড়ানো , প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধন করেন তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ও পূর্ব বর্ধমান জেলার পরিকল্পনা ও উন্নয়ন পরিষদের সদস্য প্রনব রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলিমা কপ্টি , আনুখাল গ্রাম পঞ্চায়েতের প্রধান জলেশ্বর হেমব্রম , তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ের TIC ডঃ প্রিতম দাস সহ বিশিষ্ট গুনিজনেরা। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।