সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন কাশ্মীরে তাই জনস্বার্থে ঘোষিত হলো বিশেষ হেল্পলাইন নম্বর।

 

    নতুন গতি নিউজ ডেস্ক। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকে ক্রমাগত অশান্তি বড়েই চলেছে। তার জেরে সমস্যায় পড়েছেন সেখানকার সাধারণ মানুষ ও কাশ্মীরের বাইরে থাকা কাশ্মীরিরা। বেশ কয়েকদিন ধরে বন্ধ ইন্টারনেট পরিষেবা ও ফোন। যার ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কেউই।

    এই পরিস্থিতিতে শ্রীনগরের জেলাশাসক ও ডেভলপমেন্ট কমিশনার শাহিদ চৌধুরি শ্রীনগরের ডিসি অফিস থেকে দুটি হেল্পলাইন নম্বর চালু করেছেন।
    নম্বর দুটি হল– ৯৪১৯০২৮২৪২ এবং ৯৪১৯০২৮২৫১।

    জম্মু-কাশ্মীরের বাইরে থাকা কাশ্মীরি ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীরা তাঁদের পরিবারের সঙ্গে এই নম্বরগুলির মাধ্যমে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে পারবেন। এই দুটি নম্বরের সাহায্যে সেই আতঙ্ক-আশঙ্কা খানিকটা কম হবে বলেই মনে করা হচ্ছে।