|
---|
নাজমুস সাহাদাত, মোথাবাড়ি। মালদা জেলার বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন মানিকচক ব্লকের কমলপুরের এস বি আই গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরে মৎস চাষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬ জন মহিলার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের এক আয়োজকরা বলেন, সারা বছর বিনা পয়সায় টেলারিং, এগ্রিকালচার, মাশরুম ও মৎস চাষ সহ বহু রকমের প্রশিক্ষণ দেওয়া হয়। এই কেন্দ্রটি চালু হয় ২০০৯ সালে এবং বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে। এদিনের অনুষ্ঠানে মৎসচাষের প্রশিক্ষণ নেওয়া ২৬ জনকে সংবর্ধনা ও শংসাপত্র দেওয়া হয় এই কেন্দ্রে। ১০ দিনের প্রশিক্ষণ শুরু হয় ৩০ জুলাই শেষ হয় ৮ আগস্ট। মাছ চাষের উন্নয়নে কী কী করনীয়, রঙিন মাছচাষ সহ মাছ চাষ নিয়ে বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। যদিও এদিনের অনুষ্ঠানে মতামত গ্রহণ , বক্তব্য, গান অনুষ্ঠানে নতুন মাত্রা দান করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর সমীর কুমার দাস সংস্থার প্রশিক্ষক কৌশিক বিশ্বাস সহ অন্যান্য অনেকে।