|
---|
রবিউল ইসলাম, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের মঙ্গলজোনে আয়োজিত রবিবার জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমানের ব্যবস্থাপনায় নুর পরিবারের পক্ষ থেকে অসুস্থ মানুষের পরিষেবায় দুটি অ্যাম্বুলেন্স প্রদান এবং নব নির্বাচিত মন্ত্রী ও বিধায়কদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার দলীয় দুই সাংসদ খলিলুর রহমান ও আবু তাহের খান, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী শ্রী সুব্রত সাহা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জান,জেলার মেন্টর মোঃ সোহরাব আলি, লালগোলার বিধায়ক মুহাম্মদ আলি ও জঙ্গিপুর পৌরসভার পৌরপ্রশাসক মোজাহারুল ইসলাম ও অন্যান্যরা। মন্ত্রী সুব্রত সাহা মানুষের সেবা প্রসঙ্গে কবির ভাষায় বলেন,’ জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর ‘। মানুষের সেবার উপর আর কিছু নাই।
ছবিঃ সামিম হোসেন।