|
---|
নতুন গতি, মোথাবাড়ি : শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদানে উদ্বুদ্ধ হয়ে একই পরিবারের বাবা, ছেলে ও মেয়ে রক্তদান করে অনন্য নজির গড়ে তুললেন। এদিন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মালদা শাখার স্থানীয় উদ্যোগে বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের পুরাতন আঠারো মাইল মোড়ে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
সেখানেই বাবা অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী মতিউর রহমান, ছেলে আব্দুর রহমান, মেয়ে স্কুল শিক্ষিকা বিউটি রহমান সহ শিবিরে 40 জন রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আমিরুল সেখ, সভাপতি সাবিরুদ্দিন , সমাজসেবী ফাজলে হক, সেলিম হোসেন, সামিউল আহমেদ প্রমুখ। সংগঠনের সম্পাদক আমিরুল সেখ বলেন, আমরা বিভিন্ন সামাজিক কাজ লকডাউনে গরীব দুঃস্থদের খাদ্য সামগ্রি বিতরন, বাজারে ও মোড়ে স্যানিটাইজ করা , ভ্যাকসিন নিয়ে সচেতনতা ও আগ্রহ গড়ে তোলা সহ প্রতিনিয়ত একাধিক কাজ সম্পন্ন করেছি। এদিন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দূরীকরনে ও সামাজিক দায়িত্ব হিসেবে রক্তদান শিবিরের ও আয়োজন করা হয় শিবিরে 40 জন রক্তদান করেন।