সোনারপুর পুরসভা জুড়ে সম্পূর্ন বন্ধ হয়ে যাচ্ছে দোকান, বাজার

সাকিব হাসান,সোনারপুর: Covid কেড়েছে বহু আপনজনের প্রান। তারমধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা।

    রাজ্য জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা কমলেও রাজপুর সোনারপুর পুরসভা এলাকার কোভিড আক্রান্তের সংখ্যা যথেষ্ঠ উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের৷ এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও৷ জেলাশাসককে নির্দেশ দিয়েছেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে৷ তারপরেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন৷ প্রশাসনের উদ্যোগে স্থানীয় বাজার কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসেন প্রশাসনের আধিকারিকরা৷ দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর রবীন্দ্র ভবনে এই বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন SDO বারুইপুর, BDO সোনারপুর, পুরসভার প্রশাসক পল্লব দাস। এছাড়া ছিলেন DSP, DIB সুপ্রভাত চক্রবর্তী সোনারপুর ও নরেন্দ্রপুর থানার আইসি।