|
---|
২৯ জুলাই, সেখ সামসুদ্দিন : মেমারির গর্ব মাউন্ট ইউনাম জয়ী মহঃ নওয়াজ আজ মেমারি ফিরল। মেমারি বামুনপাড়া মোড়ে তাকে সম্বর্ধনা জানানো হয়।
১০ নং ওয়ার্ড কমিটি ও স্বপ্নভূমি সংস্থার পক্ষ হতে। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, আইটি সেলের শুভেন্দু গুহ, স্নেহাশিষ ঘোষদস্তিদার সহ ওয়ার্ড সদস্য ও স্বপ্ন ভূমির সদস্য গণ। সহ প্রশাসক নওয়াজের গলায় মালা পরিয়ে হাতে জাতীয় পতাকা ও স্মারক ট্রফি তুলে দেন। তার পরে তাকে ভিআইপি মর্যাদায় মেমারি পৌর শহরের ১০ নং ওয়ার্ডের আজাদনগরের বাড়িতে পৌছে দেন সুপ্রিয় সামন্ত।