গরমে নাজেহাল রাজ্যবাসী, মালদাতে সকালে বসবে প্রাথমিক বিদ্যালয়

মালদা: ২৯ এপ্রিল-তীব্র গরমে কাহিল মালদা। হাসফাঁস অবস্থা জেলায়। মালদার প্রাথমিক শিশুদের গরমে কষ্টের কথা ভেবে প্রাথমিক শিক্ষা বিভাগ সমস্ত বিদ্যালয় সকালে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। গরমে পড়ুয়াদের উপস্থিতির হার কমার আশঙ্কা ও শিশু কথা ভেবে সিদ্ধান্ত বলে জানা গেছে। আগামী ৩০ এপ্রিল থেকে সকালে বিদ্যালয় চলবে ১৭ মে পর্যন্ত। এই মর্মে স্কুলগুলিতে নির্দেশিকা জারি করা হয়েছে। সোমবারই প্রতিটি চক্রের অবর বিদ্যালয় পরদর্শকদের নির্দেশিকা পাঠানো হয়েছে। এদিকে দাবি উঠেছে উচ্চ বিদ্যালয়গুলিও সকালের করার ব্যাপারে।
সপ্তাহ খানেক ধরে চলছে গরমের দাপট ও চড়া রোদ। দুপুরের পর কার্যত রাস্তাঘাট ফাঁকা। বেরোনোই দায় হয়ে পড়েছে। জরুরী কাজ হলে বাইরে বেরোচ্ছেন। জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আরও কয়েক দিন চলবে এই অবস্থা। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.‌৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.‌১ ডিগ্রী। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.‌৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.‌২ ডিগ্রী। শনিবার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.‌৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.‌৮ ডিগ্রী। খুদে পড়ুয়াদের কথা ভেবে জেলার সমস্ত প্রাথমিক স্কুল সকালে করার ভাবনা ডিপিএসসি-‌র। এদিন জেলা জুড়ে প্রথম পর্বের মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক বিভাগ সকালে করার ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শক (‌‌প্রাথমিক)‌ সুনিতি সাঁপুই বলেন,‘‌মঙ্গলবার থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অধীনে থাকা সমস্ত স্কুল সকালে করা হচ্ছে। তীব্র গরমের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলবে আগামী ১৭ মে পর্যন্ত। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিস কুন্ডু জানান,‘‌গরমের দাপটে দুপুরে স্কুল করা খুব কষ্টকর হয়ে উঠেছে। খুদে পড়ুয়াদের কথা ভেবে আমরা সকালে করার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত ১৭ মে পর্যন্ত সকালে করা হচ্ছে। তারপর শুরু হয়ে যাবে গ্রীষ্মের ছুটি।’‌ জেলা শিক্ষা সংসদের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, বিভিন্ন শিক্ষক সংগঠনগুলিও। তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি আইনুল হক জানান,‘‌আমরা প্রাথমিকভাবে ডিপিএসসি-‌তে আবেদন করেছিলাম। প্রাথমিক স্কুলগুলি সকালে করার ব্যাপারে আমরা খুশি।