|
---|
অমিয় ঘোষ,মালদা,নতুন গতি:-করোনা আবহে লকডাউনের সংকটকালে অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়ালো মালদার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ামতপুর চিলড্রেন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। শুক্রবার সোসাইটির সদস্যরা ইংলিশবাজার ব্লকের বিভিন্ন গ্রামে গত সাত দিন ধরে গরিব শ্রমিক ও কৃষক পরিবারের শিশুদের হাতে খাওয়ার তুলে দিচ্ছেন। এই বিষয়ে সংস্থার সদস্য অন্যতম কর্তা মেহবুব বাবু বলেন,”এই লকডাউনে আমরা সকল সদস্যরা এক সাথে মিলিত হয়ে এলাকার সাত দিন ধরে বিভিন্ন গ্রামে খাওয়ার তুলে দিলাম।অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হলো আমাদের কর্তব্য। আমরা শুধু এইটুকু কর্তব্য পালন করলাম”। এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।