পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে নানারকম কর্মসূচি সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির

আলম সেখ, নতুন গতি : সমাজের অসহায় পিছিয়ে পড়া ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আল আমিন মিশনের কিছু প্রাক্তনী ও বাইরের কিছু সামাজিক ব্যক্তিকে মিলে তৈরি করেছে সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি নামক এই ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্যোগে বিগত দুই বছর ধরে বিপর্যয়ের পরে থাকা উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা,মালদহ,মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর,আরামবাগ, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,ক্যানিং, বসিরহাট সহ বিভিন্ন জায়াগার অসহায় মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। এই বছরেও সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নানা রকম কর্মসূচি পালন করে এসেছে। রমজানে ইফতার কিট বিতরণ , খাদ্যসামগ্রী সহ ঈদের সময় বস্ত্র ও ঈদের খাবার বিতরণ করা হয়েছে।

     

     

    পরিস্থিতি যেমনই থাক না কেনো এই ট্রাস্ট নিজের সব কিছু উজাড় করে দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। যদিও এখন লকডাউন চলছে তবুও তারা ঘরে বসে নেই, এই লকডাউন পরিস্থিতিতে তারা কোভিড সংক্রান্ত কাজ করে চলেছে যেমন অক্সিজেন সরবরাহ করা,ফ্রী তে কোভিড সংক্রান্ত ব্যাপারে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া আরো অনেক কিছু।

    কিছুদিন আগে আতাপুর ও মনিপুরে অনেক অসহায় মানুষের কাছে নানা রকম খাদ্য সামগ্রী এবং কিছু অর্থ তুলে দিয়েছিলো তারা এবং সারবেরিয়া আর নুর মিশন। শুধু তাই নয় সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির সাথে যৌথ ভাবে মানুষের জন্য কাজ করতে সারবেরিয়া আর নুর মিশন।

     

    সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা “শাহিন মন্ডল ও নাফিসা বেগম জানান সারবেরিয়া আর নুর মিশন ও এতিমখানা, আপনারা ও আমরা সকলের মিলিত প্রচেষ্টা হয়ত এই পিছিয়ে পড়া সমাজকে একটু হলেও এগিয়ে দেবে। পিছিয়ে পড়া এই সমাজকে এগিয়ে নিয়ে আসায় হলো তাদের মূল লক্ষ্য। সেখানে সকল সমাজপ্রেমী মানুষদেরকে একসাথে থাকার বার্তা দিয়েছি আমরা । আগামীতে বহু জেলায় বহু কর্মসূচি রাখতে চলেছি আমরা।

     

    সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগ যা আগামীতে যৌথ ভাবে বাস্তবায়ন হতে চলেছে – ১. প্রান্তিক শ্রেণীর মানুষদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা। ২.বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে ত্রাণ নিয়ে পৌঁছে অসহায় মানুষের সাহায্য করা। ৩.অভাবগ্রস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সরঞ্জাম দিয়ে সাহায্য করা। ৪. বিভিন্ন ভাবে রোগীদের সহায়তা করা। ৫. সার্বিকভাবে সমাজের উন্নয়নসাধনই এই ট্রাস্টের লক্ষ্য। সারবেরিয়া আর নুর মিশন ও এতিম খানার প্রতিনিধি মুহাম্মাদ ইমরান জানান সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি সাথে যৌথ ভাবে সমস্ত উদ্ভব বাস্তবায়ন করতে সঙ্গী হবে তারাও।