গলসিতে রাজ্যের একমাত্র ব্রহ্মা মন্দিরের পুনঃনির্মাণ করলেন গ্রামবাসীরা

আজিজুর রহমান,গলসি : পূর্ব বর্ধমানের গলসির গলিগ্রামে থাকা রাজ্যের একমাত্র ব্রহ্মা মন্দিরের পুনঃনির্মাণ করলেন গ্রামবাসীরা। পুরহিত দিয়ে হোম, যজ্ঞ, পুজো পাঠ করে এদিন মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। পুনঃনির্মাণ কমিটির সম্পাদক পুর্ণেন্দু ভট্টাচার্য বলেন, কথিত আছে রাজ্যের কোথাও নেই ব্রহ্মার মন্দির। যা একমাত্র আছে রাজস্থানের পুস্করে। এমন বিরল একটি মন্দির গ্রামের ঐতিহ্য বহন করছে বলে মনে করছেন বলে মনে করেন তিনি। যার পুরাতন ইতিহাস সম্পর্কে কেউই অবগত নন। গ্রামবাসীদের দাবী, তাদের গ্রামের মুখার্জ্জী পাড়ায় দীর্ঘদিন ধরেই রয়েছে ওই ব্রহ্মার মন্দির। যা হাজার বছরের অধিক পুরনো বলেই মনে করেন তারা। এদিকে বহু পুরাতন হওয়ায় মন্দিরটি একপ্রকার ভগ্নপ্রায় হয়ে পরেছিল। সেখানেই পুজো পাঠ করতেন গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষরা। তবে মাস কতক আগে ঐতিহ্যবাহী ওই মন্দিরকে নতুন রুপে ফিরিয়ে দিতে উদ্দ্যোগ নেন গ্রামবাসীরা। গঠন করা হয় একটি পুনঃনির্মান কমিটি। ওই কমিটি গ্রামবাসীদের কাছে সাহায্য নিয়ে মন্দিরটি নতুন রুপে ফিরিয়ে দেন। বুধবার বেশকিছু পুরহিত দিয়ে পুজোপাঠ ও হোমযজ্ঞ করে মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি ভক্তদের ভোগ বিতরন করা হয়। তাছাড়াও ভগবদ্গীতা পাঠ ও সঙ্গীত অনুষ্ঠান সহ বেশ কিছু কর্মসুচী রাখা হয়। গ্রামের ঐতিহ্যবাহী ওই মন্দির পুনঃনির্মাণ হওয়ায় খুশি গ্রামবাসীরা।