|
---|
আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্ৰগামী যুব সংঘের ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হল বুধবার। প্রতি বছরই ন্যায় এবছরও চ্যাম্পিয়ানস ট্রফির আয়োজন করেন ক্লাবের কর্মকর্তারা। তাদের ফুটবল প্রতিযোগিতা ৩৭ তম বর্ষে পদার্পণ করলো। এদিন ক্লাবের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। ক্লাবের সম্পাদক সেখ ফিরোজ আহমেদ জানান, প্রতি বছরই নম্বেবর মাসে ওই প্রতিযোগিতার শুরু হলেও এবছর ডিভিসি সম্প্রসারণের কাজ হওয়ায় প্রতিযোগিতাটি শুরু করতে দুমাস দেরি হল। জানা গেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট আটটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় বর্ধমান লোকো কোচিং সেন্টার ও বোলপুর শান্তিনিকেতন একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধে ১৩ মিনিটে বর্ধমানের মার্শাল মুর্মু একটি গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২১মিনিটে বোলপুরের খেলোয়াড় রাম কিস্কু গোল শোধ করে খেলায় সমতা ফেরান। দ্বিতীয় অর্ধে ৪২ মিনিটে বর্ধমানের খেলোয়াড় মার্শাল মুর্মু পুনরায় আর একটি গোল করেন। খেলায় বর্ধমান লোকো কোচিং ২-১ গোলে জয়ী হয়। ম্যাচের সেরা হন লোকো কোচিং সেন্টারের খেলোয়াড় মার্শাল মুর্মু।