শেরশাহীতে বিনামূল্যে হোমিওপ্যাথি ও দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো

শেরশাহীতে বিনামূল্যে হোমিওপ্যাথি ও দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো

    কালিয়াচক, নতুন গতি : সোমবার শেরশাহী স্টুডেন্ট হেল্প ডেস্ক ও দ্যা হ্যাপি লাইফ হোমিও ক্লিনিকের যৌথ প্রয়াসে শেরশাহীতে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ও দন্ত চিকিৎসা পরিসেবা শিবির।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ তৌফিক সেখ, ডাঃ নাবি হাসান, ডাঃ মইন হাসান, ডাঃ হাসিম আব্দুল হালিম, ডাঃ সানাউল্লাহ আহমেদ ও দন্ত চিকিৎসক ডাঃ মোহাম্মদ আসেফ আলি এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার মেডিকেল সেবিকা ফারজানা ও নার্সিং পড়ুয়া সাহেনা পারভিন সহ ল্যাব টেকনিশিয়ান আশিক ইকবাল, জুনাইয়িদ সিদ্দিকি সহ অরগানন ল্যাবরোটোরির অনান্য টেকনিশিয়ানেরা।  উক্ত শিবিরে প্রায় ২৫০ জন রোগীর হোমিওপ্যাথি চিকিৎসা ও তাদের বিনামূল্যে ঔষধ, সুগার , রক্তচাপ ও পালস সহ রোগ ভিত্তিক যে কোন রক্ত পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

    এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সুজাপুর বিধানসভার বিধায়ক ও রাজ্য ওয়াকফ বোর্ড এর চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গণি।  শিবিরে বিধায়ক আব্দুল গণি সাহেব তার বক্তব্যে তুলে ধরেন, এইরকম এতো সুন্দর একটি শিবির হওয়ায় আমরা আপ্লুত। উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই৷ এবং এলাকার রোগীদের সাথে কথা বললেন এমনকি তিনি নিজেই হোমিওপ্যাথি চিকিৎসা করালেন এবং সুগারের রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দিলেন।  এছাড়াও তিনি নিজের রক্তচাপ পরীক্ষা করান। উদ্যোক্তাদের একজন জানান, পরবর্তীতে আরো বড়ো করে এইরকম হাজারো মেডিকেল স্বাস্থ্য শিবির গড়ার জন্য আমরা এই স্টুডেন্ট হেল্প ডেস্ক ট্রাষ্ট উদ্যোগ নেবে। এবং সাধারণ মানুষের পাশে থাকবে।