|
---|
নাসিমা লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : ১৩ই জুলাই রাত বারোটা তিরিশ মিনিটে সাংবাদিক হাসান লস্কর ও তার স্ত্রী মুর্শিদা লস্করকে মোটর সাইকেল চাপিয়ে নিয়ে জয়নগর গ্রামীণ হাসপাতালে যাওয়ার মুহূর্তে বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পায়। তিনি কর্মসূত্রে একজন আশাকর্মী। সাংবাদিকের বাইকে থাকা আশাকর্মী এক গর্ভবতী মাকে ভর্তি করার উদ্দেশ্যে যাবার পথে জামতলা পেট্রোল পাম্প সংলগ্ন পি ডব্লিউ ডি রোডের উপরে একটি কচ্ছপ চলাফেরা করতে দেখতে পায়। জয়নগরের দিক থেকে আসা এক বাইক চালক কচ্ছপকে ধরার চেষ্টা করে। সেই মুহূর্তে ওখানে আশাকর্মী উপস্থিত হওয়ায় ভদ্রলোক ওখান থেকে চলে যায়। তিনি তড়িঘড়ি কচ্ছপটি ধরে ব্যাগে ভরে নিয়ে বারুইপুর রেঞ্জের পিয়ালি বনদপ্তরের কর্মীদেরকে জানায় এবং তারা কচ্ছপটি সাংবাদিকের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায় কুলতলি থানা এলাকা থেকে।