|
---|
পারিজাত মোল্লা : বুধবার পূর্ব বর্ধমান জেলার জাগেশ্বরডিহি যুব সম্প্রদায়ের পরিচালনায় আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে যথাক্রমে অংশগ্রহণ করে দুর্গাপুর সুকন্যা একাদশ ও ন-নগর জেএসডাব্ল স্পোর্টিং ক্লাব । দীর্ঘ ১০ বছর আগে এই খেলা ঘিরে চরমতম উন্মাদনা ছিল জাগেশ্বরডিহি গ্রামে । বিভিন্ন কারণে সেই খেলা আয়োজিত করে উঠতে পারেনি গ্রামবাসীরা । পরবর্তী সময় গ্রামের সকলের সহযোগিতায় এবং জাগেশ্বরডিহি যুব সম্প্রদায়ের পরিচালনায় ১০ বছর পর নতুন করে ফুটবল প্রতিযোগিতা শুরু হয় জাগেশ্বরডিহি ফুটবল ময়দানে । ন-নগর জেএসডাব্ল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে দুর্গাপুর সুকন্যা একাদশকে পরাজিত করে । সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ন-নগর জেএসডাব্লু স্পোর্টিং ক্লাবের আরিয়ান । সমগ্র মাঠঘিরে দর্শক আসন পরিপূর্ণ ছিল । এদিন সূর্যের আলো মাঠে না পড়লেও মহিলাদের উপস্থিতিতে সমগ্র মাঠ আলোকিত হয়ে ওঠে । ফুটবল খেলার প্রতি মহিলাদের এরূপ আগ্রহ সত্যিই এক অভাবনীয় ছবি ফুটে ওঠে । উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার সন্দীপ নন্দী, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, সমাজসেবী দীপক মজুমদার, বিশ্বনাথ গুপ্ত সহ অসংখ্য ফুটবল দর্শক প্রেমী ।মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি জানান -” জাগেশ্বরডিহি যুব সম্প্রদায়ের উদ্যোগকে সাধুবাদ জানাই। বর্তমান যুব সমাজ খেলার মাঠ থেকে সরে গিয়ে মোবাইল গেমের প্রতি আসক্তি বেশি হয়েছে । যুব সমাজকে মাঠমুখি করার লক্ষ্যে তাদের এই প্রয়াসকে স্বাগত “।ক্লাব সভাপতি অরূপ রায় চৌধুরী, সম্পাদক সুধাংশুশেখর দত্ত প্রমুখরা বলেন, খেলাধুলা একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটায় ঠিক তেমনি মানসিক পরিধিকে বিস্তার করে । মাঠে অপ্রতুল দর্শক জানান দেয় খেলাধুলার প্রতি গ্রাম বাংলার আগ্রহ চরম তুঙ্গে । তাই প্রতিবছর আমরা এরূপ খেলার আয়োজন করে থাকবো ।